সজীব আহমেদ আমতলী (বরগুনা) প্রতিনিধি ঃ
বরগুনার আমতলীতে বেতাগির সরিষামুড়ি ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন শিপন জোমাদ্দাদের উপর হামলার প্রতিবাদে ও এর সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে আমতলীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আমতলী উপজেলা যুবলীগের উদ্যেগে। আজ সোমবার বেলা ১১টা উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে মানববন্ধন করেন তারা।
এসময় বক্তব্য রাখেন,আমতলী উপজেলা যুবলীগের সভাপতি জি এম হাসান ওসমানী, সাধারণ সম্পাদক দেওয়ান জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম তানজিল, সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন, আমতলী উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন (সবুজ)
পৌর যুবলীগের সভাপতি এডভোকেট আরিফুল হাসান।।
মানববন্ধনে বক্তারা বলেন, শিপন জোমাদ্দারের উপর হামলায় জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
গত শুক্রবার বিকেলে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের কালিকাবাড়ি বাজারে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটায় দুর্বৃত্তরা। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল স্থানান্তর করে, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল নেওয়া হয়েছে।