শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

হঠাৎ যশোরে সব ওষুধের দোকান বন্ধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২২ নভেম্বর, ২০২০

যশোর থেকে সাদ্দাম মির্জাঃওষুধ ফার্মেসির মালিকসহ দুইজনকে আটকের প্রতিবাদে যশোরের ওষুধ ব্যবসায়ীরা আজ রবিবার ভোর থেকে তাদের ফার্মেসি বন্ধ করে দিয়েছে।

আটক দুজনের মুক্তি না দেয়া পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে বলে অভিমত ব্যক্ত করেছে।

অবশ্য পুলিশ বলছে, তাদের কাছ থেকে নকল ওষুধ পাওয়া গেছে বিধায় আটক করা হয়েছে।

পুলিশ জানায়, ২১ নভেম্বর দুপুরে অভিযান চালিয়ে পুলিশ শহরের জেলরোড এলাকা থেকে কাশেমপুর সার্জিক্যাল অ্যান্ড মেডিসিন হাউজ থেকে ১৪৩ পিস নকল মনটেয়ার-১০ ট্যাবলেটসহ দোকানের মালিক ইব্রাহিম সরদার (৩৭) আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্য মতে, মাইকপট্টি এলাকার জমজম ড্রাগ হাউজ থেকে ১০টি মনটেয়ার-১০ ট্যাবলেটসহ ফার্মেসির মালিক জহিরুদ্দিন সুইটকে (৪২) আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে এসআই শরিফুল ইসলাম মামলা করেন।

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি যশোরের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চাকলাদার ইদুল বলেন, আমরা এখন জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান করছি। যশোরের ডিসিকে এ বিষয়ে স্মারকলিপি দেয়া হবে। তার সঙ্গে আলোচনার পরবর্তী কর্মসূচি দেয়া হবে।

তিনি বলেন, কোনও ফার্মেসিতে যদি নকল ও ভেজাল ওষুধ থাকে, তবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে ওষুধ প্রশাসন অথবা ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করতে পারেন। কিন্তু পুলিশ কীভাবে বুঝবে এটি নকল ওষুধ। কেননা আমরা কোম্পানির কাছ থেকে ওষুধ নিয়ে সেগুলো বিক্রি করি।

জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নকল ওষুধ বিক্রি করলে পুলিশ তো তাদের আটক করবেই। এতে যদি তারা ধর্মগট করে তাহলে কীইবা বলার আছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102