নুরআলম নাহিদ চিলমারীঃকুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় শীতার্ত মানুষদের মাঝে সংযোগ কানেক্টিং পিপল স্বেচ্ছাসেবী সংগঠন কম্বল বিতরণ করেন। সংযোগ কানেক্টিং পিপল সারাদেশে অসহায় মানুষদের মাঝে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় চিলমারী উপজেলার ৫০ জন অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন।
চিলমারী উপজেলার হাটিথানা, পুটিমারী, ডাওয়াইটারি, বজরা তবকপুর ও সবুজপাড়ায় ৫০ টি পরিবারকে কম্বল বিতরণ করেন।
চিলমারী উপজেলার সংযোগ কানেক্টিং পিপল এর স্বেচ্ছাসেবক মোঃ রবিউল ইসলাম বলেন সংযোগ কানেক্টিং পিপল সারাদেশে করোনার এই প্রাদুর্ভাব এ বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছেন। আমি সংযোগের একজন স্বেচ্ছাসেবক হিসেবে নিজেকে গর্বিত মনে করি।