শরিফা বেগম শিউলী রংপুর প্রতিনিধি// ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্যামেরা পারসন লিমনের ওপর পুলিশি হামলার নির্যাতনকারী পুলিশদের বিরুদ্ধে শাস্তির দাবিতে শনিবার দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে রংপুরের সাংবাদিক সমাজ।
দুপুরে নগরীর প্রেসক্লাবের সামনে টেলিভিশন ক্যামেরা এসোসিয়েশন (টিসিএ) এর উদ্যোগে মানববন্ধনে অংশ নেন রংপুরের শতাধিক সংবাদকর্মী। এসোসিয়েশনের সভাপতি শাহ নওয়াজ রনির সভাপতিত্বে এবং বার্তা২৪ ডটকমের স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান ফারুকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন রংপুর প্রেসক্লাবের সভাপতি রশিদ বাবু, সাধারণ সম্পাদক রফিক সরকার, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, আফতাব হোসেন, মানিক সরকার মানিক, জাভেদ ইকবাল, রংপুর সাংবাদিক কল্যান সমিতির সভাপতি নজরুল ইসলাম রাজু, রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি শফিউল করিম শফিক, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক শাহ বায়েজীদ আহম্মেদ, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক, বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার জুয়েল আহমেদ, ডিবিসির স্টাফ রিপোর্টার নাজমুল ইসলাম নিশাত টিসিএস সাধারণ সম্পাদক এহসানুল হক সুমন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়শেনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জীবন, রিপোর্টার্স ইউনিটিরি যুগ্ম সাধারণ সম্পাদক রনজিৎ দাস, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, তাজহাট মেট্রোপলিটন প্রেসক্লাবের আহবায়ক এসএম জাকির হোসেন আর ও উপস্থিত ছিলেন দৈনিক দাবানলের স্টাফ রিপোর্টার শরিফা বেগম শিউলী,দৈনিক সংবাদ সারাদেশের রংপুর জেলা প্রতিনিধি-আল শাহরিয়ার জিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ঘটনার পর ৭২ ঘন্টার মধ্যে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেয়া হয়েছিল পুলিশ কমিশনারের পক্ষ থেকে। কিন্তু ৮৪ ঘন্টা পরেও সেটি দৃশ্যমান হয় নি। সে কারণে আন্দোলন শুরু হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।