আমতলী (বরগুনা) প্রতিনিধি ঃ
ভালো মানের বীজ করলে চাষ, কৃষক সুখে থাকবে বছরের ১২ মাস,এ ম্লোগানকে সামনে রেখে ইউনাইটেড সীড কোম্পানির কর্তৃক আয়োজিত উপজেলার সিড ডিলারদের সাথে শুক্রবার সকালে এন এস এস ট্রেনিং সেন্টারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিড ডিলার মোঃ ইউনুস মিয়ার সভাপতিত্বে, মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ইউনাইটেড সীড কোম্পানীর ম্যানেজিং ডাইরেক্টর মো. সেলিম, বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড সীড কোম্পানির মার্কেটিং অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, মিজানুর রহমান, মোঃ বনি আমিন ও শাহিন আল মাহমুদ। এসময় উপজেলার সিড ডিলার ও চাষিরা বক্তব্য রাখেন ।
প্রধান অতিথি অতিথি মো. সেলিম মিয়া বলেন ইউনাইটেড সীড কোম্পানি বিভিন্ন জাতের ভালো বীজ বাজার জাত করে আসছে যেমন জাপানের তাকী সীড কোম্পানির, বিগ ফেমিলী, জাম্বু জাগুয়ার, জাগুয়ার প্লাস, পাগলা জাগুয়ার, ব্লাক টাইগার, ব্লাক কিং,এবং হলুদ তরমুজ মধুমালা, ও নতুন একটি বীজ তৃপ্তি সহ আরো অনেক বীজ রয়েছে ।
এএসবিডি/এমএমএ