শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

এশিয়ান টিভিতে আসতেছে ডিসেম্বরের ১ তারিখ থেকে ‘ আয়েশা মরিয়ম’

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

সজীব আহমেদ বরগুনা থেকেঃডিসেম্বরের ১ তারিখ ২০২০ থেকে এশিয়ান টেলিভিশনে সম্প্রচার হতে যাচ্ছে বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ‘আয়েশা মরিয়ম’।

পৃথিবীর ৫৩টিরও বেশী দেশের দর্শকদের মন জয় করে এবার বাংলাদেশের এশিয়ান টিভি-তে শুরু হতে যাচ্ছে বাংলায় ডাবিংকৃত জনপ্রিয় টার্কিশ ধারাবাহিক ‘আয়েশা মরিয়ম’। গরীব ঘরের মেয়ে গুলশিরিন আর বিত্তবান দিলারা ঘটনাক্রমে একই নার্সিং হোমে – একই দিনে জন্ম দেয় নিজ নিজ সন্তানের, কিন্তু নার্সের ভুলের কারনে তাদের মেয়ে বদল হয়ে যায়! ১৫ বছর পর আজ যখন সেই আয়েশা আর মরিয়ম কিশোরী, তখন সত্য জানা যায়! কিন্তু দুজনের জীবন-যাপন যে সম্পূর্ণই আলাদা; তাহলে তারা কিভাবে পারবে একে অন্যের পরিবেশের সঙ্গে তাল মিলাতে? অন্যদিকে ২ মায়ের অবস্থাও করুন – একদিকে সেই মেয়ে যাকে ১৫টা বছর ধরে বড় করেছেন, অন্যদিকে নিজের আপন মেয়ে, যার জন্যেও মনটা কেঁদে উঠে। এই নিয়ে ২ পরিবারের বিরোধ যখন তুঙ্গে তখন স্বামী পরিত্যক্তা গুলশিরিনের জীবনে বহুবছর পরে প্রেমের ঝড় উঠে কিন্তু প্রেমিক যে জিহান, যে কিনা তার আসল মেয়ের ভুল বাবা!!!
পারিবারিক নাটকের এক অনবদ্য সৃষ্টি “আয়েশা/মরিয়ম”

এশিয়ান টিভি তে দেখতে চোখ রাখুন ০১ ডিসেম্বর থেকে প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮:৩০মি: এবং রাত ১০:০০ টা
শুধুমাত্র এশিয়ান টেলিভিশনের পর্দায়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102