শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :

চরফ্যাশনে ইউএনও প্রত্যাহার না হলে অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

চরফ্যাশন প্রতিনিধিঃ চরফ্যাশন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রুহুল আমিন এর প্রত্যাহারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাজারের দোকান বন্ধ সহ ৪ পর্বের কর্মসূচি ঘোষণা করেছেন চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতি৷

গতকাল চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও সম্পাদকের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে৷

কর্মসূচী-১
আগামী ২২ নভেম্বর কর্মদিবসের মধ্যে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিনকে অনতি- বিলম্বে প্রত্যাহার চাই।
কর্মসূচী-২
এই সময়ের মধ্যে তাকে প্রত্যাহার না হলে আগামী ২২ নভেম্বর বিকেল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
কর্মসূচী-৩
আগামী ২৩ নভেম্বর হতে ৩০ নভেম্বর পর্যন্ত চরফ্যাশন উপজেলায় সকল পন্য আমদানী-রপ্তানী বন্ধ থাকবে।
কর্মসূচী-৪
আগামী ০১ ডিসেম্বর থেকে বিতর্কিত চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসারকে প্রত্যাহার না করা পর্যন্ত চরফ্যাশনের হোটেল, রেস্তোরা ও ঔষধের দোকান ব্যতীত সকল ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

চরফ্যাশন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি প্রভাষক মনির উদ্দীন চাষি বলেন, মহামারী করোনার প্রাদুর্ভাবে যেখানে ব্যবসায়ী ও সাধারণ মানুষের দু’মুঠো খাবার যোগাতে কষ্ট হয়, সেখানে অসংখ্যবার মোবাইল কোর্টের নামে চরফ্যাশন বাজারের ব্যবসায়ী এবং ক্রেতাদের থেকে লক্ষ লক্ষ টাকা তুলে নিচ্ছে ইউএনও৷ ক্রেতা শূন্য হয়ে পড়েছে বাজার৷ ব্যবসায়ীরা ব্যাংকের ঋণ পরিশোধ করতে পারছেন না৷ এমন অবস্থায় বিতর্কিত ইউএনও প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে৷

উল্লেখ্য চরফ্যাশন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ রুহুল আমিন এর প্রত্যাহারের দাবিতে গত সোমবার (১৬ নভেম্বর) দুপুর ২টা ৩০মিঃ সময় চরফ্যাশন সদর রোডে বাজার ব্যবসায়ী সমিতির আয়োজন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷

এএসবিডি/আরএইচএস

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102