নেত্রকোনা প্রতিনিধিঃ স্থানীয় সংসদ সদস্য আটপাড়া কেন্দুয়া নির্বাচনী এলাকা ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি’র নির্দেশে এখন সোচ্চার আটপাড়া উপজেলা ছাত্রলীগ।
করোনা ভাইরাস সংক্রমণ, ইরি-বোরো মৌসুমে কৃষকরা যখন তাদের ধান ঘরে তুলতে শ্রমিক এর অভাবে এক সময় দিশেহারা হয়েছিল ঠিক তখনই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পরামর্শে এবং আটপাড়া কেন্দুয়ার নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি’র নির্দেশে আটপাড়া উপজেলা ছাত্রলীগ ছিল সোচ্চার। করোনা ভাইরাস সংক্রমণ এবং ইরি বোরো ফসল কর্তন ছাড়াও উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক কর্মকাণ্ডে তাদের অবস্থান জানান দিচ্ছেন। ছাত্রলীগ বিগত সময় ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, ও স্থানীয় সংসদ নির্বাচনে অগ্রণী ভূমিকা পালন করে। এছাড়াও স্থানীয় সাংসদের নির্দেশে করোনা ভাইরাস সংক্রমণ কে মাথায় রেখে কর্মহারা, অসহায় মানুষের মাঝে ছাত্রলীগ ত্রান তুলে দিয়েছে। মুজিব বর্ষ কে সামনে রেখে ছাত্রলীগের উদ্যোগে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও সামাজিক বনায়নে অংশ নিয়েছে।
রাজনৈতিক মহলের ধারণা আটপাড়া কেন্দুয়ার নির্বাচনী এলাকার সংসদ সদস্য অসীম কুমার উকিল এমপি সাবেক একজন ছাত্র নেতা হওয়ায় ছাত্র রাজনীতির ওপর আলাদা একটা দৃষ্টি রাখছেন। যার প্রেক্ষিতে উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক কর্মকাণ্ডে পিছিয়ে নেই।
বর্তমানে উপজেলা ছাত্রলীগ ২০১৫ সালে কেন্দ্র ঘোষিত রাহাত বিশ্বাস এবং তানভীর আহমেদের পূর্ণাঙ্গ কমিটির মাধ্যমে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে।
এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত বিশ্বাস বলেন,উপজেলা ছাত্রলীগ বর্তমানে স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি এবং তার সহধর্মিণী কেন্দ্রীয় আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ভাটি বাংলার প্রিয় নেত্রী অধ্যাপিকা অপু উকিল এঁর নির্দেশে ছাত্রলীগ কাজ করে যাচ্ছে। এবং বর্তমানে যেকোন সময়ের চেয়ে উপজেলা ছাত্রলীগ সাংগঠনিক ভাবে শক্তিশালী।
এ প্রসঙ্গে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সাংগঠনিক কর্মকাণ্ডে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি জানান, অনেক প্রতিকূল অবস্থার মাঝেও ছাত্রলীগ তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী প্রতিটি কার্যক্রম বাস্তবায়নে আটপাড়া উপজেলা ছাত্রলীগ বদ্ধপরিকর। মাদকের বিরুদ্ধে একটি গতিশীল ছাত্র সমাজ গড়ে তুলতে আটপাড়া উপজেলা ছাত্রলীগ কাজ করে যাচ্ছে।
তিনি আরো জানান, বর্তমান আটপাড়া কেন্দুয়ার মাননীয় সংসদ সদস্য জননেতা অসীম কুমার উকিল এমপি মহোদয়ের সার্বক্ষণিক উপজেলা ছাত্রলীগের উপর নজর দারি রয়েছে। তিনি বলেন,এমপি মহোদয় আমাদের আসন্ন ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় সুনিশ্চিত করার জন্য মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছেন।
এএসবিডি/আরএইচএস