ঢাকার জুরাইন আলমবাগ এলাকার বাসিন্দারা চরম ভোগান্তির মধ্যে দিন কাটাচ্ছেন। তীব্র রোদেও এলাকাটির গলিগুলো পানিতে ডুবে থাকে।
মাসের পর মাস ড্রেনগুলো পরিষ্কার করা হয় না। রাস্তার উচ্চতাও নিচু হওয়ায় সামান্য পানি জমলেই তা দীর্ঘ সময় ধরে সরে না গিয়ে জনদুর্ভোগের সৃষ্টি করছে। জমে থাকা পানির সঙ্গে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ ও ময়লা-আবর্জনা, যা জনস্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে উঠছে।
প্রতিদিন দুর্ভোগে পড়ছেন স্কুলগামী শিশু, কর্মজীবী মানুষ ও বৃদ্ধ-বৃদ্ধারা। চলাচলের একমাত্র পথই যখন পানিতে থই থই, তখন নিতান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হওয়াটাও হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ।
স্থানীয় এক বাসিন্দা বলেন,
“এটা কি রোদেলা দিনের চিত্র? বৃষ্টি না হয়েও দিনের পর দিন পানি জমে থাকে। এই রাস্তা দিয়ে বাচ্চাদের স্কুলে পাঠানো যাচ্ছে না। কেউ দেখছে না, কেউ শুনছেও না।”
এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিদের দৃষ্টিগোচরেই আনতে বারবার বললেও সাড়া মেলেনি।
তাদের দাবি—
জরুরি ভিত্তিতে ড্রেন পরিষ্কার করতে হবে
রাস্তার উচ্চতা ও অবকাঠামো উন্নয়ন করতে হবে
নিয়মিত পরিস্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে মাঠপর্যায়ে এসে বাস্তব অবস্থা দেখতে হবে
এই দুর্ভোগের সমাধান কবে হবে—এই প্রশ্ন এখন এলাকাবাসীর মনে প্রতিনিয়ত ঘুরপাক খাচ্ছে।