আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জুন (শনিবার) ঈদুল আজহা উদযাপিত হবে।
প্রথম জামাত সকাল ৭টায় এবং সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। জামাত পরিচালনায় দায়িত্বে থাকবেন দেশের খ্যাতনামা আলেম ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা।
নির্ধারিত ইমাম বা মুকাব্বির অনুপস্থিত থাকলে বিকল্প হিসেবে প্রস্তুত থাকবেন মাওলানা শহিদুল ইসলাম ও খাদেম রুহুল আমীন।