ডিসি (ট্রাফিক-মিরপুর) জনাব, গৌতম কুমার বিশ্বাস, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহোদয়, এডিসি (ট্রাফিক মিরপুর) জনাব, ইয়াসিনা ফেরদৌস ট্রাফিক মিরপুর বিভাগের গাবতলী পশুর হাট ও কচুক্ষেত বাজার সংলগ্ন পশুর হাট এলাকা পরিদর্শন করেন।
এসময় পশুর হাট এলাকায় ক্রেতা-বিক্রেতাদের নির্বিঘ্নে গমনাগমন, পশুবাহী যানবাহন সুষ্ঠু ভাবে চলাচল, জনসাধারণের চলাচল সুগম রেখে হাট পরিচালনার জন্য ক্রেতা বিক্রেতা ও হাট ইজারাদারদের নির্দেশ প্রদান করা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
ক্রেতা-বিক্রেতাদের যানবাহন যত্রতত্র পার্কিং না করা, পশু নির্ধারিত স্থানে লোড – আনলোড করা, রাস্তার উপর বাজার না বসানো, ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্নে সম্পন্নকরণ নিশ্চিত করতে ডিসি (ট্রাফিক-মিরপুর) স্যার টিম ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং হাট এলাকায় স্থাপিত কন্ট্রোল সেন্টারসমূহ পরিদর্শন করেন।