বৃষ্টি উপেক্ষা করে টানা ১৪ দিন ধরে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে ঢাকাবাসী।
২৯ মে সকাল থেকেই নগর ভবনের সামনে বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিল নিয়ে অবস্থান নেন তারা। ‘ইশরাককে শপথ দাও’, ‘আসিফ তুই গদি ছাড়’—এমন স্লোগানে প্রকম্পিত হয় পুরো এলাকা। নগর ভবনের সকল ফটকে তালা ঝুলিয়ে আন্দোলনে অংশ নেয় কর্মচারী ইউনিয়নও।
আন্দোলনকারীদের দাবি, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও ইশরাককে দায়িত্ব না দেওয়া অন্যায়। আন্দোলনে অংশ নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন, বলেছেন প্রয়োজনে ঢাকা অচল করে দেওয়া হবে।
ঢাকাবাসীর সমন্বয়ক মশিউর রহমান জানান, অন্তর্বর্তী সরকার নাটক করছে, কিন্তু জনগণ তা মানবে না। আন্দোলন চলবে যতদিন না দাবি পূরণ হয়। আদালতের রায় অনুযায়ী ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয় এবং ২৭ এপ্রিল গেজেট প্রকাশিত হয়, তবু দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়নি।