ছবিেঢাকা শহরের চিত্র যেন বারবার ফিরে আসে একই প্রশ্নে—কবে এই শহর জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে?
সাম্প্রতিক হালকা বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। ছবিতে দেখা যাচ্ছে, একটি প্রধান সড়ক একেবারে পানিতে ডুবে আছে। ফুটপাতের পাশঘেঁষা দোকান, চলাচলের পথ—সব কিছুই যেন পানির রাজ্যে পরিণত হয়েছে। অনেক জায়গায় রিকশা ও মোটরসাইকেল পর্যন্ত বন্ধ হয়ে গেছে, আর পথচারীরা হাঁটতে গিয়ে পড়ছেন চরম বিড়ম্বনায়।
নিচু এলাকার ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু দোকান ও বাজার। ভেসে গেছে পণ্য, ক্ষতির মুখে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ব্যবসায়ীরা বলছেন, ‘প্রতিবারই এমন হয়, কিছু বলার জায়গা নেই। আমরা ক্ষতি মেনেই আবার উঠে দাঁড়াই।’
ঢাকার আধুনিক নগর ব্যবস্থাপনা আজ বড় প্রশ্নের মুখে। নালা-নর্দমার অপর্যাপ্ততা, সঠিক পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা, অপরিকল্পিত নগরায়ন ও দখলদারিত্ব—সব মিলিয়ে জলাবদ্ধতা যেন রীতিমতো স্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে। নগরবাসীর মনে উদ্বেগ—এর শেষ কোথায়?
ঢাকার মতো শহরে অল্প বৃষ্টিতেই যদি শহর থমকে যায়, তবে ভবিষ্যতের জন্য কী অপেক্ষা করছে? নগর পরিকল্পনায় টেকসই ও বাস্তবভিত্তিক ব্যবস্থা ছাড়া এই দুর্ভোগের পুনরাবৃত্তি থামানো সম্ভব নয়।