শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন

জুরাইনের ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক দুর্ভোগ : অজস্র সমস্যার এক চিত্র

মোসম্মৎ সাফা আক্তার,সোনারগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ মে, ২০২৫
ছবি : শরিফুল ইসলাম নাইম

ঢাকার জুরাইন এলাকা, যেখানে প্রতিনিয়ত বসবাসকারীরা মুখোমুখি হচ্ছেন ভয়াবহ ড্রেনেজ সমস্যার। সরেজমিনে দেখা যায়, এলাকার প্রধান সড়কের পাশের খোলা ড্রেনজুড়ে জমে আছে আবর্জনা—প্লাস্টিকের ব্যাগ, বোতল, খাবারের প্যাকেটসহ নানা পচনশীল বর্জ্য। এসব ড্রেন দিয়ে পানি চলাচলের কোনো সুযোগ নেই। ফলে সৃষ্টি হয়েছে স্থবিরতা, তীব্র দুর্গন্ধ ও মশার উপদ্রব।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। ড্রেন উপচে পড়া নোংরা পানি রাস্তায় ছড়িয়ে পড়ে, যা কখনও কখনও ঘরবাড়ির ভেতরেও ঢুকে যায়। এতে বাড়ে পানিবাহিত রোগের ঝুঁকি।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “আমরা অনেকবার অভিযোগ করেছি, কিন্তু কেউ স্থায়ী কোনো ব্যবস্থা নেয়নি।

এখানে জমে থাকা পানিতে জন্ম নিচ্ছে মশা, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগের অন্যতম উৎস হতে পারে। পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। অনেকেই চর্মরোগ, শ্বাসকষ্ট ও এলার্জির মতো সমস্যায় ভুগছেন।

প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

এলাকাবাসীদের ভাষ্য, একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। “কাগজে-কলমে হয়তো কিছু কাজ হচ্ছে, কিন্তু বাস্তবে তার প্রভাব আমরা দেখি না,” বলেন এক প্রবীণ বাসিন্দা।

রাস্তার পাশে স্লাব থাকলেও তা অনেক সময় কার্যকর নয়। নিয়মিত পরিষ্কার না হওয়ায় অল্প বৃষ্টিতেই রাস্তায় হাঁটু পরিমাণ পানি জমে যায়। এতে বাড়ে মশা-মাছির উৎপাত, বাড়ে স্বাস্থ্যঝুঁকি। স্থানীয়দের দাবি, ড্রেনগুলো প্রতিদিন পরিষ্কার করা উচিত।

একজন বাসিন্দা বলেন, “পূর্বের সরকারের সময়ও অবস্থা একই ছিল। শুধু আশ্বাস মিলেছে, কার্যকর কিছু হয়নি। বর্তমান সরকারের আমলেও আমরা কোনো দৃশ্যমান উন্নয়ন চোখে দেখছি না। ড্রেনগুলো বন্ধ থাকলে এই বর্ষায় হয়তো ভয়াবহ অবস্থা তৈরি হবে।

নাগরিকদের প্রত্যাশা

এলাকাবাসীর দাবি, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার সংস্কার, উন্মুক্ত ড্রেনগুলো ঢেকে ফেলা এবং নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান চালানো হোক। তারা স্থানীয় সরকারের প্রতি জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102