রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালাচ্ছে রাজউক। বৃহস্পতিবার (১৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে শুরু হওয়া এ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন রাজউকের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সহযোগিতায় রয়েছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার ওসি খালিদ মনসুর জানিয়েছেন, উদ্যানের ভেতরের সব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। এসব স্থানে মাদক কেনাবেচা ও সেবনের অভিযোগ রয়েছে, যা জননিরাপত্তার জন্য হুমকি।
এই অভিযানের পেছনে সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রভাব রয়েছে। মঙ্গলবার রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। ওই ঘটনার পরপরই ঢাবি শিক্ষার্থীরা বিক্ষোভ করেন এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আওয়াজ তোলেন।
রাজউকের এই উদ্যোগকে তাই অনেকেই নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন।