মুহাম্মদ রায়হান উদ্দিন, চট্টগ্রামঃ ফটিকছড়িতে পীরে তরিকত আল্লামা সৈয়দ মসিহুদ্দৌলা (মজিআ)’র নেতৃত্বে জশনে জুলুস ঈদে মিলাদুন্নবী (দ.) অনুষ্ঠিত।
ফটিকছড়ি তেলপারই সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদানশীন আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশের মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মঃজিঃআঃ) এর নেতৃত্বে অধ্যক্ষ আল্লামা শামসুল হুদা।(রহ.) এর মাজার শরীফ প্রাঙ্গণ আজ ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮ টায় জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দ.) বের করা হয়।
উত্তর চট্টগ্রামের সর্ববৃহৎ এ জশনে জুলুস মুহাম্মদ তকিরহাট ঘুরে আজাদী বাজার পথসভা শেষে বাগে হুদা খানকায়ে কাদেরিয়া নক্সবন্দিয়া সৈয়দিয়া প্রাঙ্গণে এসে মূল জমায়েত অনুষ্ঠিত হয়।
আজাদীবাজার পথসভায় সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সমন্বয়ক আলহাজ্ব আবু আহমদ সাওদাগর।
প্রধান অতিথি ছিলেন পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মঃজিঃআঃ), প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান হযরতুলহাজ্ব আল্লামা এম এ মান্নান।
মাহফিলে সভাপতিত্ব করবেন সৈয়দবাড়ি দরবার
শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত শাহসূফি আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা (মঃজিঃআঃ)।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের প্রেসিডিয়াম সদস্য মাওলানা নূর মোহাম্মদ কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দীন আল কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামায়াত ফটিকছড়ি দক্ষিণ সভাপতির মাওলানা জসিম উদীন আবেদী, নানুপুর মহিলা আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা হোসাইন আহমদ ফারুকী, নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাযিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুস শুক্কুর আনসারি, গাউছিয়া যুব সমিতির সভাপতি ও সাজ্জাদানশীন সৈয়দ তাওসিফুল হুদা, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা নুরুল ইসলাম রেজভী।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম উত্তর জেলার -সাংগঠনিক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় আরো উপস্থিত ছিলেন, মুহাম্মদ শাহজালাল, মাষ্টার খোরশেদুল আলম, ফিরোজ আলম, মাওলানা জয়নাল আবেদীন, হোসেন উদ্দীন, আব্দুল মোতালেভ, হুমায়ুন কবির ফয়েজ, আব্দুর রহমান বাবর প্রমূখ।
এতে বিশিষ্ট ওলামায়ে কেরাম মহানবীর (দ.) জীবন দর্শনের ওপর আলোচনা করেন এবং ফ্রান্সে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (দ.) নিয়ে ব্যঙ্গচিত্রের প্রতিবাদ জানান সেইসাথে ফ্রান্সের পণ্যসামগ্রী বয়কট করার আহব্বান জানান।
জশনে জুলুসে দ্বীনদার হাজারো সুন্নি জনতার উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠেছে দক্ষিণ ফটিকছড়ির আনাচে কানাচে।
এএসবিডি/আরএইচএস