শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬ পূর্বাহ্ন

হাতিরঝিলে ফুটপাত থেকে বালুর বস্তা সরানোর নির্দেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন হাতিরঝিল এলাকা পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

সোমবার (৫ মে) তিনি এ এলাকা পরিদর্শন করেন।

এ সময় হাতিরঝিলের সীমানা দেয়ালের সঙ্গে ফুটপাত ও ওয়াকওয়ে দখল করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)  স্তূপ করে রাখা বালু ও বালুভর্তি বস্তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনে গিয়ে রাজউক চেয়ারম্যান বলেন, আজকের পরিদর্শন ঢাকা শহরকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউক কর্তৃক গৃহীত নিয়মিত পদক্ষেপের অংশ।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা অপসারণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা দেন।

একই সঙ্গে হাতিরঝিল এলাকায় উল্টো পথে ও নিয়ম না মেনে চলাচলকারী রিকশা ও অন্যান্য যানবাহনকে নিয়ম মেনে চলাচলের নির্দেশ দেন তিনি।

অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রাজউক চেয়ারম্যান।

এ সময় হাতিরঝিল এলাকার পার্কগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102