রাজধানীর আফতাবনগরে চলন্ত অটোরিকশায় গলায় ওড়না পেঁচিয়ে সাদিয়া (২৩) নামে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) দুপুরের দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবারের বক্তব্য:
নিহত সাদিয়ার ভাই তানজিম নওশাদ জানান, “আমি ও আমার বোন আফতাবনগরে পাসপোর্ট অফিসে কাজ শেষে একসঙ্গে অটোরিকশায় করে ফিরছিলাম। আফতাবনগর গেটে পৌঁছানোর আগেই তার গলায় থাকা ওড়নাটি অটোরিকশার চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। মুহূর্তেই সে অচেতন হয়ে পড়ে।”
তিনি আরও বলেন, “পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাই। কিন্তু চিকিৎসকরা জানান, আমার বোন আর নেই।”