ব্যাটারিচালিত অটোরিকশা অপসারণের দাবিতে আগামী সাত দিনের মধ্যে যন্ত্রাংশ আমদানি বন্ধসহ তিন দফা দাবি জানিয়েছে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ)। এই দাবি না মানলে সাত দিন পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
আজ রোববার (৪ মে) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ আলটিমেটাম দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, সাত দিনের মধ্যে অটোরিকশার যন্ত্রাংশ আমদানি, অটোরিকশা উৎপাদন ও বিক্রি বন্ধ করতে হবে।
এছাড়া সড়ক-মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা এবং অটোরিকশা চালকদের বাস ও হিউম্যান হলারের চালক হিসেবে পুনর্বাসনের দাবি জানানো হয়।
নিসআর সভাপতি আব্দুল্লাহ মেহেদি দীপ্ত বলেন, অধিকাংশ দুর্ঘটনার জন্য অটোরিকশা দায়ী। শুধু দুর্ঘটনা নয়, সড়কে যানজটেরও বড় কারণ এসব যান।
অতিদ্রুত অটোরিকশা বন্ধ করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব উল্লেখ করে বক্তারা আরও বলেন, একই সাথে অটোচালকদের পুনর্বাসন করতে হবে। সাত দিনের মধ্যে সুরাহা না হলে শিক্ষার্থীরা অটোরিকশা বন্ধে কঠোর কর্মসূচি দেবে বলেও হুঁশিয়ারি দেন তাঁরা।
এছাড়া অটোরিকশার জন্য গড়ে ওঠা চার্জিং স্টেশনগুলোকে দেশের বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ হিসেবেও উল্লেখ করেন বক্তারা।
সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) এর সাধারণ সম্পাদক তানজিদ মোহাম্মদ সোহরাব রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।