বরগুনা সদর থানা প্রতিনিধি – তামিম মাহমুদঃ মানবিক ছাত্র সংসদ এর ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় ও মুখে মাস্ক ব্যবহার পূর্বক কুইজ প্রতিযোগিতা, মানবসেবায় ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মানবিক ছাত্র সংসদ এর সভাপতি মোহাম্মাদ হেদায়েত উল্লাহ্ এর সভাপতিত্বে গৌরীচন্না নওয়াব সলিমুল্লাহ মাধ্যমিক বিদ্যালয়ে ২৬ অক্টোবর সকাল ১০ টায় এ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।
মানবসেবায় ছাত্র সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা করেন অনুষ্ঠানের অন্যতম অতিথি বরগুনা নোমান’স কেয়ারের পরিচালক এহসান আহমাদ নোমান, মানবিক ছাত্র সংসদ এর সহ-সভাপতি মো. আসিফ আবদুল্লাহ্, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, শিক্ষা সম্পাদক তৌহিদুর রহমান শাওন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আবদুল্লাহ নোমান, সদস্য মো. রুবেল।
এসময় উপস্থিত ছিলেন মানবিক ছাত্র সংসদের সাংগঠনিক সম্পাদক মো. মহিব্বুল্লাহ, প্রচার সম্পাদক মো. সাব্বির আহমেদ, সাহিত্য সম্পাদক বনি আমিন, ক্রিড়া সম্পাদক রাকিবুল ইসলাম সিফাত, সংস্কৃতি সম্পাদক মহিউদ্দিন শামীম প্রমুখ।