সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নেত্রকোণায় চলছে ৪৯৬টি মণ্ডপে হিন্দুধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০

নেত্রকোনা প্রতিনিধিঃ করোনা সংক্রমণ এড়াতে দীর্ঘ লকডাউনের ধাক্কা সামলে এবার দুর্গাপুজা হবে কিনা, এমন একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সে ধুয়াশা কাটিয়ে সারাদেশের ন্যায় ২৬ বিধি-নিষেধ মেনেই এবছর নেত্রকোণার ৪৯৬টি মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মীয় সবচেয়ে বড় উৎসব দূর্গাপুজা।

২২ অক্টোবর দেবীর পূজা বোধনের মাধ্যমে শুরু হয়ে ২৬ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। প্রতি বছর এই উৎসবকে সামনে রেখে বহু অর্থের লেনদেন হয়। বহু মানুষের সারা বছরের খোরাক উঠে আসে এই সুবাদে। যাঁরা প্রতিমা গড়েন, মন্ডপ গড়েন, মূর্তির সাজপোশাক তৈরি করেন, যাঁরা আলোকসজ্জার কাজ করেন, এ রকম বহু পেশা আর ব্যবসার সঙ্গে যুক্ত মানুষজন তাকিয়ে থাকেন এই উৎসবের দিকে।

কিন্তু এ বছর করোনার প্রভাবে অনাড়ম্বরভাবে অনুষ্ঠিত হবে দূর্গাপুজা। যার দরুন মারাত্মক অর্থনৈতিক সংকটে বছর পাড়ি দিতে হতে পারে এইসব পেশাজীবিদের। এদিকে যেহেতু উৎসব মানেই জনসমাগম এবং একসঙ্গে অনেক লোক মানেই সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা সেহেতু সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধিসহ সকল নির্দেশনা মেনেই পালন করতে হবে হিন্দু ধর্মীয় এই সবচেয়ে বড় আয়োজনটি।

করোনার সংক্রমন এড়াতে ২৬নির্দেশনার প্রত্যেকটাকেই সর্বোচ্চ গুরুত্বের সাথে মেনে চলতে আয়োজক, পূজারীবৃন্দ ও দর্শণার্থীদের প্রতি আহবান জানান নেত্রকোণা পূজা উদযাপন পরিষদের সভাপতি মঙ্গল চন্দ্র সাহা।উৎসবটি উপলক্ষ্যে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের তরফ থেকে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান নেত্রকোণা পুলিশ সুপার আকবর আলী মুন্সী।

এএসবিডি/আরএইচএস

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102