এএসবিডি নিউজ ডেস্কঃ“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে আলহাজ্ব নূরুনবী চৌধুরী শাওন এম’পি মহোদয় এর নির্দেশনায় ২৪অক্টোবর ২০২০খ্রীঃ রোজ শনিবার সকাল ১০টায় লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে চাল বিতরণ করেন ৯নং লর্ডহার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়াঁ।
নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, ষোলো উপাদান আর ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানের মধ্য দিয়ে গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়েছে দুর্গোৎসবের মহাসপ্তমী। চণ্ডি পাঠ, ঢাকের বোল, মন্ত্র, কাঁসর ঘণ্টা, শঙ্খধ্বনি আর উলুধ্বনি, অঞ্জলী, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ সব মিলিয়ে প্রতিটি মণ্ডপেই ছিল উৎসবের সমারোহ। আজ রবিবার মহাঅষ্টমী ও কুমারী পূজা।
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বী অসহায় দুঃস্থ পরিবারের মধ্যে চাউল বিতরণ কালে তিনি বলেন, লালমোহন তজুমদ্দীনের মাটি ও মানুষের প্রান প্রিয় নেতা আলহাজ্ব নূরুনবী চৌধুরী শাওন এম’পি মহোদয় সর্বদাই তাঁর নির্বাচনী এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থেকে সেবা করে যাচ্ছেন। আপনারা সবাই এম’পি মহোদয় এর জন্য মনখুলে দোঁয়া করবেন।
এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার, ইউপি সচিব মিজানুর রহমান, ও ইউপি সদস্যগণ।