পুনম শাহরীয়ার ঋতু ,ঢাকা:
গাজীপুরের কালিয়াকৈর চন্দ্রা এলাকায় সালনা হাইওয়ের পুলিশের উদ্দ্যোগে বৃহস্পতিবার দুপুরে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘‘মুজিব বর্ষের শপথ,সড়ক করবো নিরাপদ” এ শ্লোগানকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি র্যালি বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিভিন্ন জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সালনা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দিন মজুমদার, সালনা হাইওয়ে থানার টিআই শাহাদাত হোসেন, গাজীপুর জেলার সড়ক পরিবহন ও শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুমায়ন কবীর খান, শ্রমিক ইউনিয়নের চন্দ্রা শাখার সাধারণ সম্পাদক শহিদুল
ইসলাম, চন্দ্রা শাখার শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আসলাম সিকদারসহ বিভিন্ন পুলিশের কর্মকর্তারা।