নেত্রকোণা প্রতিনিধিঃসারাদেশের মতো আজ নেত্রকোণায় ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবীতে মানববন্ধন প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেছেন জেলা – উপজেলার মাদ্রাসার শিক্ষকরা।
আজ সকাল ১১ টায় নেত্রকোণা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালন করেন মাদ্রাসার কয়েকজন শিক্ষক।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, ১৯৭৮ অডিনেন্স ১৭(২) ধারা মোতাবেক মাদ্রাসা শিক্ষা বোর্ডের শর্তপূরণ সাপেক্ষে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় রেজিস্ট্রেশন হওয়ার পর থেকে শিক্ষা মন্ত্রণালয়ের বিধি মোতাবেক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে ১৯৯৪ সালে রেজিস্ট্রার বেসরকারি প্রাইমারি ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ৫০০ টাকা নির্ধারণ করা হয় ধাপে ধাপে বেসরকারি প্রাইমারি স্কুল জাতীয়করণ ও বেতন বৃদ্ধি হলেও এবতেদায়ী বেতন তাদের অনুকূলে পৌঁছায়নি। তাই প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আকূল আবেদন এই মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিয়ে আমাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে জীবন যাপন ভূমিকা রাখবে।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান করেন।