এস আল-আমিন খানঁ, পটুয়াখালী থেকেঃ বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।(সোমবার ১২-অক্টোবর-২০২০ ইং) তারিখ সকাল ১০ টার সময় জেলা আওয়ামীলীগের পার্টি অফিসে জেলা আওয়ামীলীগের সভাপতি বীর-মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেনের সভাপতিত্বে সভার শুভ উদ্ভোদন করা হয়।বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, ভিপি আব্দুল মান্নান (ভিপি),সাধারন সম্পাদক জেলা আওয়ামীলীগ, হাফিজুর রহমান সগির গাজী সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জেলা আওয়ামীলীগ।
এছাড়াও জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (মিজান),সহ-সভাপতি আলাউদ্দিন হাওলাদার,সাংগঠনিক জামাল হোসেন আকঁন, সাংগঠনিক হাচান মাহমুদ (ফোরকান),সদর উপজেলা সভাপতি জিয়াউল হক (জুয়েল),সাধারন সম্পাদক শাহিন ফরাজি, এবং সহ অঙ্গ সংগঠন অটোবাইক শ্রমিকলীগের সভাপতি ফারুক হাওলাদার, সাধারন সম্পাদক শাহিন তালুকদার, সাংগঠনিক আব্দুল গনি হাওলাদার।এছাড়াও পৌর, ইউনিয়ন সহ ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি,সাধারন সম্পাদক, সাংগঠনিক সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মী প্রমুখ।
সভার শুভ উদ্ভোদনের পরে আনন্দ র্যালীটি পার্টি অফিসের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে নিউমার্কেট হয়ে বঙ্গবন্ধু মুড়লে ফুলের তোরা দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।পরে পুনরায় পার্টি অফিসে সাবেক জেলা শ্রম বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান সগির গাজীর সভাপতিত্বে কেকে কেটে জাতীয় শ্রমিকলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এএসবিডি/আরএইচএস