সুভাষ চন্দ্র, উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুরে দেবী চৌধুরানী কালি মন্দির এর সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ সকাল ১১টায় আনুষ্ঠানিক ভাবে কাজের উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার।
আলোচনা সভায় নির্মল সাধুর সভাপতিত্বে সুনিল শর্মার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উলিপুর প্রেসক্লাবের আহবায়ক দৈনিক সংবাদ এর প্রতিনিধি আনিছুর রহমান মিয়াজী, দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খোরশেদ আলম চাঁদ, দুর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খায়রুল ইসলাম বাবলু, অন্যদের মধ্যে রতন কুমার সিংহ, প্রীতম চন্দ্র রায়, সুভাষ চন্দ্র রায়, খোলাকাগজ প্রতিনিধি এম এইচ শাহীন, হজরত আলী প্রমূখ।
এএসবিডি/আরএইচএস