শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :

মাহবুবউল আলম হানিফকে ধরিয়ে দেওয়ার আহ্বান যুবলীগ নেতার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

মাহবুবউল আলম হানিফকে ধরিয়ে দেওয়ার আহ্বান যুবলীগ নেতার।

ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফকে ধরিয়ে দেওয়ার দাবি উঠেছে এখন দলের তৃণমূলেও। শুক্রবার কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি অহিদুল হক চৌধুরী নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে এ দাবি উত্থাপন করেছেন।

মাহবুবউল আলম হানিফের ছবি পোস্ট করে অহিদুল হক চৌধুরী লিখেছেন, ‘এই কুলাঙ্গারকে একটু আদর করতে ইচ্ছা করছে। উখিয়া আওয়ামী লীগের সম্মেলনের ১৫ লক্ষ টাকা ইয়াবা গডফাদার থেকে নিয়ে আওয়ামী লীগটারে ধ্বংস করে দিয়ে তিন মাসের মাথায় তার এবং তাদের চেয়ারে বসাই ছিল।

তাকে খুঁজে পাচ্ছে না, কোনো খোঁজখবর নেই, তাকে ধরিয়ে দিন।’

বিষয়টি নিয়ে শনিবার বিকেলে উখিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহসভাপতি অহিদুল হক চৌধুরী বলেন, এটা সবারই জানা আছে যে, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে অযাচিতভাবে উপস্থিত হয়েছিলেন দলীয় যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ। ওই সম্মেলনে সাবেক এমপি আবদুর রহমান বদির নিকট থেকে ১৫ লাখ টাকা নিয়ে বদির শ্যালক জাহাঙ্গীর কবির চৌধুরীকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি করে দিয়েছিলেন নেতা মাহবুবউল আলম হানিফ।’

জানা যায়, অহিদুল হক চৌধুরীর প্রয়াত বড় ভাই অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান।

আর জাহাঙ্গীর কবির চৌধুরী হচ্ছেন অহিদুল হক চৌধুরীর ভাতিজা। তবে তাদের পারিবারিক সদস্যদের মধ্যে রাজনৈতিক নেতৃত্বের বিরোধ চলে আসছে দীর্ঘদিন ধরে।

যুবলীগ নেতা অহিদুল বলেন, ‘আওয়ামী লীগকে খেয়ে ফেলেছে মাহবুবউল আলম হানিফ, ওবায়দুল কাদের, হাছান মাহমুদদের মতো কিছু নেতা।’ তিনি জানান, নগদ ১৫ লাখ টাকার বিনিময়ে উখিয়া উপজেলা আওয়ামী লীগের অবৈধ কমিটি গঠনের মাত্র তিন মাসের মাথায় ৫ আগস্ট গণেশ উল্টে যায়।

এ বিষয়ে উখিয়া উপজেলা আওয়ামী লীগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন নেতা বলেন, ‘তিনি মিথ্যা বলেননি। আওয়ামী লীগ ধ্বংসের মূল কারণ হানিফ সাহেবদের মতো নেতারা।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102