টঙ্গীর ইজতেমার মাঠে গভীর রাতে মুসল্লিদের ওপর হামলায় শুরায়ী নিজামের সাথীদের নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বাংলাদেশে মাওলানা সাদ কান্ধলভি সাদপন্থীদের কার্যক্রম আজীবন নিষিদ্ধের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে সাড়ে ১০টার দিকে শহরের কেন্দ্রীয় বড় মসজিদ এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জমায়েত হয়। পরে সেখানে তারা একটি সমাবেশ করে। পরে বিশাল একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডিবি রোড হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যায়। হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং দাওয়াত ও তাবলীগের সাথীবৃন্দের গাইবান্ধা জেলা শাখার ব্যানারে এই দাবি জানান তারা। পরে তারা সম্মিলিত নানা দাবি তুলে ধরে জেলা প্রশাসক বরাবর একটি স্বারকলিপি দেন।
সমাবেশে বক্তারা বলেন, ইজতেমার মাঠে রাতে সন্ত্রাসী কায়দায় হামলা করে মানুষ হত্যা করে। তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে। সাদপন্থীদের যদি সঠিক বিচার না করা হয় তাহলে আমরা কঠিন আন্দোলন করবো। তাবলিগ জামাতের সঙ্গে সাদপন্থীদের কোনো সম্পর্ক নেই। তারা উগ্রপন্থী সন্ত্রাসী গোষ্ঠী। তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদসহ তার অনুসারীদের আজীবন নিষিদ্ধ করতে হবে।