জনস্বার্থে নিরলস পুলিশি সেবায় সাফল্যতা অর্জন করায় করায় ময়মনসিংহ তারাকান্দা থানার মেধাবী ওসি মুহাম্মদ টিপু সুলতান ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছে ।
ময়মনসিংহ রেঞ্জ বাংলাদেশ পুলিশ নভেম্বর, ২০২৪ মাসের সামগ্রিক কর্ম মূল্যায়িত হন ৷ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ তারাকান্দা থানার টিপু সুলতান’কে রেঞ্জ ডি. আই.জি. ড. আশরাফুর রহমান তাকে আনুষ্ঠানিক ভাবে সম্মাননা ক্রেষ্ট ও কর্ম মূল্যায়নের সার্টিফিকেট তুলে দিয়ে দায়িত্ব পালনে আরও উৎসাহিত করেন ।
উল্লেখ্য যে, গত ৫ আগষ্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে পড়ে বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর এক নৈরাজ্যকর পরিস্থিতিতে টিপু সুলতান কে তারাকান্দা থানার ইনচার্জ (ওসি ) দায়িত্ব প্রদান করা হলে ওসি টিপু সুলতান থানায় কর্মরত সকল পুলিশের মনোবল বৃদ্ধি করে পুলিশের ভাবমূর্তি ও সুনাম বজায় রাখা সহ জনস্বার্থে পুলিশি সেবায় নিরলস দায়িত্ব পালন করে যাচ্ছেন । ওসি টিপু সুলতান দায়িত্ব ভার গ্রহন করার পর থানায় পুলিশি সেবার মান অনেকাংশে উন্নতি হয়েছে জনমনের খোঁজ খবর নিয়ে জানা যায়।