বরগুনা প্রতিনিধিঃবরগুনার আলোচিত রিফাত শরিফ হত্যা মামলায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির ফাঁসির আদেশ শোনার পর মিন্নির বাবা মোজাম্মেল হক কিশোর সাংবাদিকদের বলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলাম আমরা । কিন্তু মিন্নির প্রতি অবিচার করা হয়েছে। আমরা আদালতে সঠিক রায় পাইনি।আমরা উচ্চ আদালতে যাব।
মিন্নি এতদিন তাঁর আইনজীবীর হেফাজতে জামিনে ছিলেন। আজ তাঁকে জেলে নিয়ে যাওয়ায় মিন্নিকে ছাড়াই আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন তিনি।
এর আগে মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে মিন্নিকে নিয়ে আদালতে আসেন। দুপুরে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান ২০০ পৃষ্ঠার এ রায়ে মিন্নিসহ ৬ জনের ফাঁসির নির্দেশ দেন এছাড়া বাকি চার আসামিকে খালাস ঘোষণা করেন।