মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

কুতুবদিয়ায় ২৪টি ফিশিং ট্রলারকে জরিমানা,বেহুন্দি জাল জব্দ।

আজিজুল হক(আজিজ)কুতুবদিয়া প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২০ মে, ২০২৪
কুতুবদিয়ায় ২৪টি ফিশিং ট্রলারকে জরিমানা,বেহুন্দি জাল জব্দ।
সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও  মজুদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের নিমিত্তে গতকাল ২০মে থেকে মোট ৬৫ দিন সাগরে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ  নিষিদ্ধ, এই  নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ২৪টি ফিশিং ট্রলারকে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়,এবং অবৈদ্য বেহুন্দি জাল জব্দ করা হয়।
সোমবার ২০মে ২০২৪ সকাল ১০ ঘটিকা হতে  বিকাল ৪ ঘটিকা পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মোহাম্মদ রফিক আবেদীন এর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী ও আইনশৃংখলা বাহিনীর সহযোগিতায় কুতুবদিয়া চ্যানেলে অভিযান  পরিচালনা করা হয়। এসময় আইন অমান্য করে সাগরে মাছ ধরার সময় ১৪ টি ফিশিং বোট ও অবৈধ বেহুন্দি জাল জব্দ করা হয়। জালসহ বোটগুলোকে কুতুবদিয়া উপজেলার ধুরুং ঘাটে নিয়ে এসে ১৪ টি ফিশিং বোট থেকে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আগামী ২৩ জুলাই পর্যন্ত সাগরে মাছ ধরবেনা এই মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। এরপর জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে  উপস্থিত ছিলেন,মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব, এরফান উদ্দীন, এনুমারেটর মহিউদ্দিন কুতুবী।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102