ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের হরিদাসপুরে ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই কলেজ শিক্ষকসহ ৩ জন নিহত হয়েছে।
শনিবার (১৮ মে) রাতে গোপালগঞ্জ জেলার সদর উপজেলার হরিদাসপুর সেতুর গোড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দেবাসুর গ্রামের কানাই দাসের ছেলে ও শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক পিনাকী রঞ্জন দাস (৫৭), একই উপজেলার কড়িগ্রামের রেবতী সরকারের ছেলে ও এম.এইচ. খান ডিগ্রী কলেজের শিক্ষক বাবুল সরকার (৪৮) ও পুঁইশুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে ইমাদ পরিবহনের সুপারভাইজার জুয়েল মোল্লা (৪২)।
গোপালগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক আল মামুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাশিয়ানী উপজেলা নির্বাচনী প্রচারণা শেষে মোটরসাইকেলযোগে গোপালগঞ্জের বাসায় ফিরছিলেন শেখ ফজিলাতুন্নেছা সরকারি মহিলা কলেজের শিক্ষক পিনাকী রঞ্জন দাস, এম. এইচ. খান ডিগ্রী কলেজের শিক্ষক বাবুল সরকার ও ইমাদ পরিবহনের সুপারভাইজার জুয়েল মোল্লা। তাদের মোটরসাইকেলটি হরিদাসপুরেএলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সেতু পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়ে ৩ জনই আহত হন।
গুরুত্বর আহত ৩জনকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় জুয়েল মোল্লা মারা যান। বাকি আহত দুই শিক্ষককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথিমধ্যে রাতে শিক্ষক পিনাকী রঞ্জন দাস ও বাবুল সরকার মারা যান।