বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১ অপরাহ্ন

পটুয়াখালীতে অপহৃত কিশোরী উদ্ধারসহ অপহরণকারী অনিক গ্রেফতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২০

রাজিব হোসেন সুজনঃ র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক, সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম, এর নেতৃত্বে ২৬ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০:৩০ ঘটিকার সময় বরিশাল জেলার পূর্ব পাংশা বাবুগঞ্জ এলাকায় অভিয়ান পরিচালনা করে মূল অপহরণকারী অনিক কর (২৮), পিতা- নির্মল কর, সাং-শোলক, ইউনিয়ন-শোলক, থানা-উজিরপুর, জেলা- বরিশালকে আটক করা হয়।

এবিষয়ে র‍্যাব-৮ জানায়, গত ২০ সেপ্টেম্বর দুপুর ১২.০০ ঘটিকার সময় নাবালিকা মেয়েকে বাসার সামনে হইতে তাহার ইচ্ছার বিরুদ্ধে আপহরণ করিয়া নিয়ে যায়।

এ সংক্রান্তে অপহৃত ভিকটিমের পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোথাও না পেয়ে ভিকটিমের পিতা পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি নিখোঁজ জিডি করেন (পটুয়াখালী জেলার গলাচিপা থানার জিডি নং-৮৪০ তাং- ২০/০৯/২০২০ ইং) এবং অপহৃত ভিকটিমকে উদ্ধারে র‍্যাবের সহাযোগিতা কামনা করেন।

তদপ্রেক্ষিতে র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ২৬/০৯/২০২০ইং তারিখ রাত আনুমানিক ১০.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নিখিল বিশ্বাস (৬৫), পিতা- মৃত কানাই লাল বিশ্বাস, সাং- চতুরপাড়া, থানা- সদর, জেলা- মাদারীপুর এর নিজ বাসা হইতে ২২.৩০ ঘটিকার সময় নাবালিকা মেয়ে পলাশ রানীদে (১৭)কে ছদ্ম নাম উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভিকটিম ও আটককৃত আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।

এ সংক্রান্তে ভিকটিমের পিতা বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

 

এএসবিডি/আরএইচএস

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102