বাগেরহাটে বিয়েকে কেন্দ্র করে মারপিটে বরপক্ষের একজন নিহত।
বাগেরহাটের মোল্লাহাটে বিয়ে বাড়িতে কনেপক্ষের হামলার শিকার হয়ে বরের দুলাভাই আজিজুল মোল্লা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের আংরা গ্রামে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার আংরা গ্রামের শাহাদত মুন্সির কন্যার সাথে ফেসবুকে চার মাস প্রেমের পর গাংনী গ্রামের মোহাম্মদ গাজীর ছেলে হাফিজুর রহমান তার পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন নিয়ে সামাজিকভাবে বিয়ে করার জন্য কনের বাড়িতে আসেন। ফেসবুকের বান্ধবীকে সরাসরি দেখে পছন্দ না হওয়ায়, কনের বাড়ি ত্যাগ করার সময় কনেপক্ষের লোকজনের অতর্কিত হামলায় বরের দুলাভাই তেরখাদা উপজেলার ইছামতি গ্রামের আজিজুল মোল্লা (৪০) নিহত হয়েছেন। তার স্ত্রী ও ৪ কন্যা সন্তান রয়েছে।
বরের বাবা মোহাম্মাদ আলী গাজী বলেন, আংরা এলাকার শাহদাত মুন্সির মেয়ের সঙ্গে আমার ছেলে হাফিজুর রহমান গাজীর বিয়ের কথা হয়েছিল। আমরা আগেই বলেছি যে, ছেলের মেয়ে দেখে পছন্দ হলে বিয়ে হবে। সেই শর্তেই আজকে আমরা সবাই ওই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু মেয়ে দেখে ছেলের পছন্দ না হওয়ায় আমরা চলে আসছিলাম। তখন মেয়ের বাড়ির লোকজন আমাদের ওপর হামলা করেছে। তাদের হামলায় আমার বড় জামাই আজিজুল মোল্লা নিহত হয়েছে। আমি এ ঘটনার সুস্থ বিচার চাই।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। উভয়পক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।