রাজধানীর মিরপুরে ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে। ওই যুবকের নাম মো. রাসেল (২৫)। এতে আহত হয়েছেন রাশেদ (২২) নামের আরেক যুবক।
শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় মিরপুর সাড়ে ১১ এর আধুনিকের মোড় নামক এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত পৌনে ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বর্ণনা দিয়ে আহত রাশেদ গণমাধ্যমকে বলেন, মিরপুর সাড়ে ১১ আধুনিকের মোড়ের কিছুটা সামনে আসলে আমাদের দুজনকে ১০-১২ জন মিলে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ওই এলাকার তানজিলা ও তার স্বামী কালু, ভাই শাহিনের সঙ্গে রাসেলের পূর্বশত্রুতা ছিল। তারাই আজকে এ হামলা করেছে।
এ বিষয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া বলেন, আহত রাশেদের অবস্থাও গুরুতর। রাশেদকেও জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর রাসেলের মরদেহ মর্গে রাখা হয়েছে।
এ দিকে পল্লবী থানার ওসি (তদন্ত) মোকলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মিরপুর ই-ব্লকে বিহারিদের নিজেদের মধ্যে একটি মারামারির ঘটনায় এক যুবক মারা গেছেন। প্রাথমিকভাবে আমরা এতটুকু জানতে পেরেছি। বিস্তারিত জেনে পরে জানানো হবে।