চট্টগ্রামে ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট।
নগরের নিউমার্কেট এলাকার নন্দনকানন রাইফেল ক্লাবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তবে আগুন কীভাবে লেগেছে তা তাৎক্ষণিকভাবে কেউ বলতে পারেনি।
ফায়ার সার্ভিস জানায়, শনিবার সন্ধ্যা ৭.১০ টায় আগুন লাগার খবর পেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছে।
আগুনের খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ফায়ার সার্ভিসের সাথে স্থানীয়রাও আগুন নেভাতে কাজ করছে।