মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন

বগুড়া  আদমদীঘিতে ওয়াশ ব্লক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নবাগত সাংসদ।

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
বগুড়া  আদমদীঘিতে ওয়াশ ব্লক কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নবাগত সাংসদ।
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে আজ বেলা আড়াই ঘটিকার সময় উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি’র কারিগরি সহায়তায় ষোলো লক্ষ টাকা ব্যায়ে ওয়াশ ব্লক কাম হাইজিন কর্ণার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নবাগত সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন।  আজ (২২ জানুয়ারি) সোমবার বেলা আড়াই ঘটিকার সময় আদমদীঘি উপজেলা সদরে অবস্থিত পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজে উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্পের আওতায় এলজিইডি’র কারিগরি সহায়তায় ষোলো লক্ষ টাকা ব্যায়ে ওয়াশ ব্লক কাম হাইজিন কর্ণার নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিক আজিজ, সদর ইউনিয়নের চেয়ারম্যান জিল্লুর রহমান, ছাতিয়ান গ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হক আবু, উপজেলা নির্বাহী প্রকৌশলী রিপন কুমার শাহা, প্রকল্প পরিচালক আশরাফ মাহামুদ, ঠিকাদার ও বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বাবু, গভর্নিং বডির সদস্য ফেরদৌস হাসান ভোলা, মোজাহার আলী। অতিথিবৃন্দ পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বেলা আড়াই ঘটিকার সময় এসে উপস্থিত হলে শিক্ষার্থীরা তাঁদেরকে উষ্ণ অভ্যর্থনা আর ফুল দিয়ে বরণ করে নিয়ে শুভেচ্ছাসহ স্বাগতম জানায়। এ সময় পুরো প্রতিষ্ঠান জুড়ে আনন্দের সুবাতাস বইতে থাকে। ব্লক ওয়াশ কাম হাইজিন কর্ণার কাজের ভিত্তি প্রস্তর স্থাপন প্রসঙ্গে নবাগত সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন বলেন, এমন একটি প্রতিষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে আমি গর্বিত। অগ্রাধিকার ভিত্তিতে আগামীতে এই প্রতিষ্ঠানের সকল প্রকার উন্নয়ন কাজে আমার সার্বিক সহযোগিতা থাকবে। এ সময় পাইলট গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম তালুকদার, সহকারী অধ্যাপক এটিএম মনিরুজ্জামান, নূর আলম, আবুল কালাম আজাদ, জোষ্ঠ প্রভাষক আতাউর রহমান, আব্দুল লতিফ, অনিত চন্দ্র পাল, নাজমা আক্তার, রেবেকা সুলতানা ববি, উম্মে কুলসুম রুমি, কৌশিক আহমেদ, প্রভাষক রেজাউল করিম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, আজমল হোসেন, সুলতান মাহমুদ, প্রাণ শাহা, আবু বকর সিদ্দিক, নাজমুল হক, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক জিয়াউর রহমান, সহকারী সিনিয়র শিক্ষক জসিম উদ্দিন, পারভীন আক্তার, আল মামুন সরদার, জুলেখা বেগম, সালমা আক্তার, তোফাজ্জল হোসেন তোতা, আফরোজা খাতুন, রুহুল আমিনসহ শিক্ষক কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102