নিজস্ব প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ‘জয়বাংলা ফাউন্ডেশন’ এর নেতৃবৃন্দ।
শুক্রবার বাদ জুমআহ টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সংগঠনটির নেতৃবৃন্দ। এসময় তারা মাজারে ফাতেহা পাঠ করেন এবং জাতির পিতা সহ ৭৫ এর ১৫ই আগষ্টের সকল শহীদ ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদরে আত্মার মাগফেরাত কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন- জয়বাংলা ফাউন্ডেশনের সভাপতি শেখ আক্তারি বেগম, নির্বাহী সভাপতি এম. আমির হোসেন, সাধারণ সম্পাদক ডা. নাইনুর রহমান জয়, সাংগঠনিক সম্পাদক ডি.এম সাইফুল্লাহ খান, কামাল চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক সজিব খান, এম. ফজলুল হক ফজলু প্রমূখ।
এএসবিডি/আরএইচএস