বগুড়ায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৩টি প্রতিষ্ঠানকে ৩ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া। গত রবিবার (২১ জানুয়ারী) রাত সাড়ে ৯ টায় বগুড়া র্যাব-১২, সিপিএসসি কোম্পানী কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অদ্য ২১ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ১৫৩০ ঘটিকা হতে ১৮০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১২, সিপিএসসি, বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন এবং জনাব ইফতেখারুল আলম রিজভী, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়, বগুড়া এর নেতৃত্বে র্যাবের একটি টহল দল বগুড়া জেলার সদর থানাধীন কলোনী এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা ভঙ্গের অপরাধ করার অভিযোগে, ফাতেমা জেনারেল হাসপাতাল, কানছগাড়ী, সদর, বগুড়া’কে দুই লক্ষ টাকা, শতদল কমিউনিটি হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টার, কানছগাড়ী, সদর, বগুড়াকে এক লক্ষ টাকা এবং সেবা ব্লাড ব্যাংক এসেনসিয়াল, ঠনঠনিয়া, সদর, বগুড়াকে ৫০ হাজার টাকা, সর্বমোট ০৩ টি প্রতিষ্ঠানকে তিন লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায়পূর্বক খালাস প্রদানসহ প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়। যাহার মামলা নং যথাক্রমে ৪০১/২৪, ৪০২/২৪ এবং ৪০৩/২৪ ধারা-জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২। তিনি আরও জানান, র্যাবের সাহসী অভিযানের মাধ্যমে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। বিজ্ঞপ্তিতে তিনি আরও উল্লেখ করেন, র্যাবের এ ধরনের অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে। আইন শৃংখলা বাহিনীর এ ধরনের তৎপরতা বাংলাদেশকে একটি অপরাধমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।