নুরআলম নাহিদ চিলমারীঃ
ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প রক্ষা করতে হলে বালু উত্তোলন বন্ধ করতে হবে। হাজার হাজার কোটি টাকা ব্যয়ে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা প্রকল্পের কাজ চলমান রয়েছে। আপনারা মেহেরবানী করে লক্ষ রাখবেন কোন অসাধু ব্যবসায়ী এ পারে বালু উত্তোলন করতে না পারে। কোন ক্রমে যেন তীরে বালু উত্তোলনের ট্রলার ধাক্কা না লাগায়। শুক্রবার বিকেলে কুড়িগ্রামের চিলমারী ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপরোক্ত কথা গুলো বললেন পানি সম্পদ মন্ত্রনালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
এসময় তার সঙ্গে ছিলেন, কুড়িগ্রামে ২ আসনের এমপি মোঃ পনির উদ্দিন, কুড়িগ্রাম ৩এর এমপি আব্দুল মতিন,পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহমুদুল ইসলাম,পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক কেএম আমিনুল হক,কুড়িগ্রামে জেলা প্রশাসক রেজাউল করিম,উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরাকর বীরবিক্রম,পুলিশ সুপার মহিবুল ইসলাম খান,উপজেলা নির্বাহী অফিসার এডব্লিউ এম রায়হান শাহ,রংপুরের প্রধান প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ সরকার প্রমুখ।