জীবন এত ছোটো কেন!! এত ছোটো কেন জীবন! ছোটো কেন এত!জীবনের ওপর প্রচন্ড রাগ হয়, হলিই যদি এত ছোটো কেন!!
বসুধার সূচনালগ্ন থেকে অদ্য অবধি যত মনিষী পৃথিবীর বুকে আগমন করিয়াছেন। যাঁহারা মনিষী, পণ্ডিত অভিধায় ভূষিত হইয়াছেন। তাঁহারা প্রয়াসের দ্বারাই জীবন নামের সর্গকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাতে সক্ষম হইয়াছেন। সৃষ্টিকর্তা আমাদের সংকীর্ণ আয়ু দিয়ে ধরাধামে পাঠিয়েছেন। লোকান্তরে গমন করার পূর্ব অবধি সংসারে বেঁচে থাকার জন্য সংগ্রাম এবং সাধনা করে যেতে হয়। সংগ্রাম এবং সাধনা ছাড়া এই তুচ্ছ জীবনে সফলতার প্রত্যাশা করা হবে মূঢ়তা। আমাদের প্রত্যেকের স্বকীয় কিছু স্বপ্ন দেহের অন্তর্গত চিত্তে কেলি করে। আর এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে সাধনার গুরুত্ব অনস্বীকার্য। আর এই সাধনা অহেতুক কাল হরণ করার নাম সাধনা নয়। সময়ের গুরুত্ব দিয়ে পরিশ্রম -সহকারে চেষ্টা এর নামই সাধনা। সময়ের গুরুত্ব বলিতে কিছু আছে। আমার দৃষ্টিতে সময়ের কদর না দেয়া মানে হচ্ছে হৃদয়ে কেলি করা স্বপ্নগুলোকে হত্যারই নামান্তর। বৃথা কাল হরণ করে সফলতার চূড়ায় পৌঁছানোর স্বপ্ন দেখা মূঢ় লোকের সমতুল্য। জীবন হচ্ছে সংগ্রামের। অনর্থক সময় নষ্ট করার নাম জীবন সংগ্রাম নয়। জীবন হচ্ছে কর্মময়। উইলিয়াম হেনরির “লেইজার ” করিতায় উক্ত আছে, A poor life this is if, full of cares. We have no time to stand and stare. যাঁহারা সময়ের সদ্ব্যবহার করেছেন তাঁহারাই জীবন নামের সর্গকে সফলতার চূড়ায় পৌঁছাতে সক্ষম হইয়াছেন। মানুষ কল্পনা করে কল্পনায় জিতে যায়, কিন্তু বাস্তবে রুপ দিতে গিয়ে মানুষ হেরে যাচ্ছে প্রতিনিয়ত। অবশ্য অবশ্য আমাদের জন্য উৎকৃষ্ট হবে কালকে হরণ না করে সদ্ব্যবহার করে সফলতার শিখরে পৌঁছা।কঠিন সময়ের সম্মুখীন হইবার পর যদি ব্যর্থ হতে হয়।যবে ব্যর্থ নামক অস্ফুট ধ্বনি বারবার দোলা দিবে। তব নিভৃতে পরিতাপ করা বৈ কিছুই করার থাকিবেনা। সে সময় দীর্ঘশ্বাসের কালো ধোঁয়ায় কালো হবে ভবিষ্যৎ। আর অনুশোচনার আগুনে পুড়ে ছাঁই হবে ভবিষ্যতের কয়লা।Time and tide wait for none.আমরা প্রত্যেকেই উক্ত প্রবাটির সঙ্গে সম্যক জ্ঞাত এবং সুবিদিত। সময় বড়ই নিষ্ঠুর।কারো জন্য প্রতীক্ষমাণ থাকে না।আপন গতিতে চলিতে থাকে।নদীতে বাঁধ দিয়ে মন্থর গতি এক সেকেন্ডের জন্য হলেও বাঁধাগ্রস্ত করা যায়,কিন্তু সময়কে এক সেকেন্ডের জন্য ও রূদ্ধ করা যায় না।ফ্রাংকলিন বলেছেন যে,যদি তুমি জীবনকে ভালোবাসো তবে সময়ের অপচয় করো না।Time is the most valuable thing in the world. আমরা জীবন কে কে-না ভালোবাসি, মানুষ নিতান্তই ভালোবাসার পূজারী। আমাদের সময় খুবই সংকীর্ণ। সুতরাং আমাদের ঔচিত্য হবে কালকে হরণ না করে সদ্ব্যবহার করে সফলতার চূড়ায় পৌঁছানো।সমাপ্তির অব্যাহতিতে লালনের ভাষায় বলিতে চাই যে,দিন থাকিতে দিনের সাধন কেন জানলে না। সময় গেলে সাধন হবে না।
মোঃ আল-আমিন
বাংলা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা।
২০১৯-২০।