জয়পুরহাটে এসএ টিভি’র ১২ বছরে পদার্পণ উপলক্ষে জয়পুরহাটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টায় শহরের সাহেব বাজার মোড়ে প্রেসক্লাব জয়পুরহাট এর অফিসে অনুষ্ঠিত হয়।
এসএ টিভি’র জেলা প্রতিনিধি ও দৈনিক মায়ের আঁচল স্টাফ রিপোর্টার সোহেল আহমেদ লিও এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার, সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী।
প্রেসক্লাব জয়পুরহাট এর সাধারণ সম্পাদক ও দেশ টিভি’র জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা’র সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন সদর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখর মজুমদার, জয়পুরহাট প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মাশরেকুল আলম, জয়পুরহাট টেলিভিশ রিপোর্টার ক্লাবের সভাপতি মোমেন মনি, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম খান, দৈনিক নওরোজ এর জেলা প্রতিনিধি এ্যাড. আরাফাত হোসেন মুন।
সাংবাদিক সেলিম রেজা, সুলতান মাহমুদ, পুলক সরকার, মিলন রায়হান, মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল, মোফাজ্জল হোসেন, রাকিবুল হাসান, মাহফুজুর রহমান রিভু, এসকে গোলাম রাব্বী ডলার, ভিবিডি’র সভাপতি মো: সালেহুর রহমান সজীব সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।
এসময় এসএ টিভি, দেশের কল্যাণে আরো বস্তু নিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান পরিবেশন করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন আমন্ত্রিত অতিথিরা।