রিয়াজ হোসেন, মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জের কাফুলা গ্রাম থেকে সত্তার হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সত্তার হাওলাদারের ছোট স্ত্রী কহিনুর বেগম এর কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ উপজেলার মাধবখালী ইউনিয়নের কাফুলা গ্রাম থেকে তার লাশ উদ্ধার করেন। সত্তার হাওলাদার তার ছেলে বাহাদুর এর শশুর বাড়ির শ্রীনগর আবাসন এ বুধবার সকালে মৃত্যুবরন করেন।
মির্জাগঞ্জ থানা সুত্রে জানা যায় নিহত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন এবং তার একাধিক সংসার ছিল। গত বুধবার তার প্রথম সংসারের ছেলে বাহাদুর চিকিৎসা করার জন্য তার শশুর বাড়ি নিয়ে যায়। পরের দিন সকালে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু সকালেই বেয়াই খবির ব্যাপারির ঘরে সত্তারের মৃত্যু হয় এবং লাশ দাপন করার জন্য তার গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়। কিন্তু তার ছোট স্ত্রী এর অভিযোগের প্রেক্ষিতে মির্জাগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেন।
মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) জনাব মোঃ শাহ আলম বলেন, বিভিন্ন অভিযোগ থাকায় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।