তানজিলা আক্তার রুবি :নেত্রকোণা পৌরসভাকে দুর্নীতিমুক্ত,দৃষ্টিনন্দন রুচিশীল ও আধুনিক বাসযোগ্য পৌরসভা বিনির্মাণে নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষে অনলাইন মিডিয়াতে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বীরমুক্তিযোদ্ধা এডভোকেট অসিত সরকার সজল, সদস্য জাতীয় কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ।
২৫ শে সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০ টায় বারহাট্টা রোডস্থ নিউটাউন এলাকার ‘নেত্রকোণা আলো ডট কম ‘ অনলাইন পোর্টালের অফিসে এ মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়েছে।
অসিত সরকার সজল মত বিনিময় সভায় সাংবাদিকদের বলেন, আমি এ নেত্রকোণা পৌরসভাকে দৃষ্টিনন্দন ও অত্যাধুনিক মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। বর্তমান বিশ্বের আধুনিক দেশগুলোর সাথে তাল মিলিয়ে ডিজিটালাইজড পৌরসভা গড়ার লক্ষ্যে, ৯টি ওয়ার্ড বিশিষ্ট পৌরসভার সকল গরীব – দুঃখী মেহনতি মানুষের পাশে থেকে কাজ করতে চাই।
তাছাড়া তিনি সাংবাদিকদের প্রশ্নত্তোরে পৌরসভার মেয়র হিসাবে কি কি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানায়।
উক্ত মতবিনিময় সভা নেত্রকোণা জেলায় কর্মরত সকল অনলাইন পোর্টালের সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।