সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০২ অপরাহ্ন

বগুড়া আদমদীঘি উপজেলা আওয়ামীলীগ সভাপতির ভাইয়ের ইন্তেকাল. শোক প্রকাশ।

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
বগুড়া আদমদীঘি উপজেলা আওয়ামীলীগ সভাপতির ভাইয়ের ইন্তেকাল. শোক প্রকাশ।
ভাতিজা সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আনন্দের মধ্যে শোকের
বিষাদ বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল
ইসলাম খান রাজুর ভাই ও বগুড়া-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ
সাইফুল্লাহ আল মেহেদী বাঁধধনের আপন চাচা ঢাকা সুপ্রিম কোটের সিনিয়র আইনজীবি
এ্যাড, সাইদুল ইসলাম খান লিটন গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারী) ভোর ৪টায় ঢাকায়
আকষ্মিক ভাবে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি—–রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তান, ভাই, ভাতিজাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেলেন। তিনি ঢাকা মোহাম্মাদপুর বাসায় পরিবারের সদস্য নিয়ে থাকতেন। মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুরের বাসায়, দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট চত্বরে অনুষ্টিত হয়। আজ শুক্রবার (১২ জানুয়ারী) বাদ
জুম্মা আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে মরহুমের তৃতীয় জানাজা শেষে আদমদীঘির
ডহরপুর নিজ গ্রামে পারিবারিক গোড়স্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে
বলে পারিবারিক সুত্রে বলা হয়। এদিকে তার মৃত্যুর খবর মুহুর্তে আদমদীঘি উপজেলায় ছড়িয়ে
পড়লে সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।
তার অকাল মৃত্যুতে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন। তারা হলেন,
আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান, সম্পাদক বেনজীর
রহমান,সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা, মেহেদী হাসান, মনজুরুল ইসলাম, আনোয়ার
হোসাইন, আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মমিন খান, আদমদীঘি হাজি তাছের আহমেদ
মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, রহিম উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান,
গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম, ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু, জিল্লুর
রহমান, আওয়ামীলীগ নেতা শহীদুল ইসলাম, এ্যাড, ওয়াহেদুজ্জামানসহ নেতৃবর্গ।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102