রামুর বৌদ্ধ মন্দিরে আগুন দেওয়ার
অভিযোগে যুবক গ্রেপ্তার।
কক্সবাজারের রামুতে বৌদ্ধ বিহারে আগুন দেওয়া অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আব্দুল ইয়াছির ওরফে প্রকাশ শাহজাহান (২৮) বিএনপির একজন সক্রিয় কর্মী।
কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুল ইসলাম বৃহস্পতিবার (১১ জানুয়ারি) গণমাধ্যমকে জানিয়েছেন, পরিচয় শনাক্ত করার পরে গত রাতে চট্টগ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্য অনুসারে, শাহজাহান রামু উপজেলার ফতেখারকুল ইউনিয়নের পূর্ব মেরুংলা এলাকার বাসিন্দা। তার বাবা আব্দুল করিম ফতেখারকুল ইউনিয়ন বিএনপির সভাপতি।
মাহফুজুল ইসলাম জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে গত ৬ জানুয়ারি মধ্যরাতে চেরাংঘাটা রাখাইন সম্প্রদায়ের উসাইচেন (বড় ক্যাং) বৌদ্ধ বিহারে আগুন দেয় এক দুর্বৃত্ত। ঘটনার পরপরই জানা যাওয়ায় বড় ধরনের ক্ষতি হয়নি, বিহারে প্রবেশ দ্বারের সিঁড়ি।
গ্রেপ্তারের পরে ওই যুবক অপরাধের দায় স্বীকার করেছেন জানিয়ে তিনি বলেন, “প্রাথমিকভাবে এই ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে জানিয়েছেন। কে তাকে ইন্ধন দিয়েছিল তা বের করার চেষ্টা চলছে।”