পুনম শাহরীয়ার ঋতু ,ঢাকা:
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার সভা কক্ষে বৃহস্পতিবার সকালে পৌর মেয়র মজিবুর রহমান সাংবাদিকদের সাথে মত বিনিময় সভা করেছেন। এ সময় তিনি সার্বিক উন্নয়ন কার্যক্রম অধিকতর গতিশীল ও প্রযুক্তি নির্ভর আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে পৌরসভায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেওয়ার দাবি জানান। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর পৌরসভার প্যানেল মেয়র
শামসুল আলম সরকার, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আহাদ আলী, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আয়ুব রানা, কালিয়াকৈর প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ হোসেন, সাংবাদিক মীর মো. ফারুক, রফিকুল ইসলাম খান, ইমরাত হোসেন প্রমূখ। এসময় সাংবাদকর্মী, পৌরসভার সকল ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তার উপস্থিত ছিলেন। সভায় পৌর মেয়র মজিবুর রহমান জানান, কালিয়াকৈর পৌরসভাকে তিনি যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে পৌরবাসির জীবনমানেরও উন্নয়ন করে যাচ্ছেন। তিনি আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ গড়ে তুলে নির্বাচন দেওয়ার দাবি জানান।
ঋতু/ আএসবিডি