বাগেরহাটের ফকিরহাটে সাবেক ইউপি চেয়ারম্যানের মৃত্যু।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৩নং পিলজংগ ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান খাঁন শামীম জামান পলাশ (৫৫) আর নেই।
বুধবার (১০ জানুয়ারি) দুপুর দুইটায় বালিয়াডাঙ্গায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহী ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। খাঁন শামীম জামান পলাশ ফকিরহাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত খাঁন শামসুর রহমানের ছেলে।
এদিকে তার মৃত্যুর খবর পেয়ে শেষ বারের মত তাকে একনজর দেখবার জন্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, পিলজংগ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকির, এ্যাড. হিটলার হোলদার, নলধা-মৌভোগ ইউপি সাবেক চেয়ারম্যান কাজী মো. মহসিন ও বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ মরহুমের বাড়িতে উপস্থিত হন। এসময় তারা গভীর শোক প্রকাশ ও শোকার্থ পরিবারের প্রতি সমবেদনা জানান।
তার পরিবার থেকে জানা গেছে আগামীকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকার ১১টায় শাহ্ আউলিয়াবাগ ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য খান শামীম জামান পলাশ পিলজংগ ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।