পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
১০ডিসেম্বর বুধবার, গুইমারা থানার এস আই জহিরুল ইসলাম ও এএসআই(নি:) শাহনেওয়াজ পিপিএম’র নেতৃত্বে, ফারুক প্রকাশ শিমুল(৫৫) নামে জিআর৩২৮/২০০৭, ধারা- ৩৭৯পেনাল কোড১৮৬০ এর ২বছরের সশ্রম কারাদন্ড ও ২হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে ৩মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্ত পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ফারুক প্রকাশ শিমুল হাফছড়ি ইউপির ৪নং হাজিপাড়ার রামগড় থানা এলাকার মো. হারুনের পুত্র।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার
অফিসার ইনচার্জ আরিফুল আমিন জানান, ফারুক প্রকাশ শিমুল নামে হাফছড়ি ইউপির ৪নং হাজিপাড়া থেকে চুরি মামলার একজন পলাতক সাজাপ্রাপ্ত আসামিকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।