মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৫ অপরাহ্ন

মুন্সীগঞ্জে প্রশিক্ষণকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩।

মো. ফরহাদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি।
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
মুন্সীগঞ্জে প্রশিক্ষণকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১, আহত ৩।

মুন্সীগঞ্জে একটি ড্রাইভিং প্রশিক্ষণকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে কাওসার আহমেদ (২৫) নামের একজন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন গাড়িতে থাকা অপর ৩ প্রশিক্ষণার্থী।

নিহত কাউসার আহমেদ ঢালী টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজারের নাসির উদ্দিন ঢালীর ছেলে। কাউসার সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে গাড়ি চালানো শেখার জন্য ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছিলো।

আহতরা হলেন- টঙ্গীবাড়ি উপজেলার পুরা বাজারের মো. শাহ আলমের ছেলে মো. ফয়সাল, মুন্সিগঞ্জ সদরের কাতলা পাড়ার  আনোয়ার হোসেনের ছেলে মারুফ ও জিহাদ।

 স্থানীয়রা জানান, সোমবার সকাল ৯টার দিকে উজ্জ্বল ভূঁইয়া ড্রাইভিং ট্রেনিং সার্ভিসের একটি ট্রেনিং প্রাইভেটকার বাঘেশ্বর বাজার থেকে মুন্সীগঞ্জ শহরের দিকে আসার সময় পথে তালেশ্বর ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা দিলে খাদের পড়ে যায়। দুর্ঘটনায় প্রশিক্ষক ড্রাইভারসহ আহত হয় চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক পরীক্ষানিরীক্ষা শেষে কাউসারকে মৃত ঘোষণ করেন। গুরুতর আহত অবস্থায় অপর ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

এ ব্যাপারে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে  সদর থানায় আনা হয়েছে। নিহতের আত্নীয় স্বজনরা ময়নাতদন্তে রাজি না হওয়ায় এবং তাদের কোন অভিযোগ না থাকায় সুরতহাল করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102